নেত্রকোনা প্রতিনিধি
পৌর নির্বাচন : মোটরসাইকেলে নিষেধাজ্ঞা, বিপাকে গণমাধ্যমকর্মীরা

প্রতীকী চিত্র
রাত পোহালেই অনুষ্ঠিত হবে নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। ওইদিন সাংবাদিকদের জন্য মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন দেয়া হয়নি।
আজ রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুমোদনের স্টিকার না মেলায় নির্বাচনের সংবাদ সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এর আগে গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের বিশেষ কার্ড সরবরাহ করা হবে। মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবারের পৌর নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেলে চলাচলের সুযোগ নেই। সেজন্য স্টিকার দেয়া হচ্ছে না। তবে সাংবাদিকরা চাইলে মাইক্রোবাস কিংবা প্রাইভেটকার ব্যবহারের জন্য স্টিকার দেয়া হবে।
জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি খলিলুর রহমান শেখ ইকবাল বলেন, অনেক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নির্বাচনী এলাকায় থেকে সংবাদ সরবরাহ করতে হবে। জেলা শহর থেকে মদন ৩২ কিলোমিটার দূরে। মোটরসাইকেল ছাড়া এত দূরে যাওয়া কোনো ভাবেই সম্ভব নয়। এই সিদ্ধান্ত সঠিক হয়নি। সাংবাদিকদের বেলায় অবশ্যই এ সিদ্ধান্ত শিথিল করতে হবে।
জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল জানান, জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। তিনি জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন