Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৬, ২৮ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ একজন আটক

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ রাশিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। র‌্যাবের দাবি রাশিদুল চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমান্ডার।

গতকাল রোববার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাশিদুল ওই এলাকার মৃত তোরাব আলীর ছেলে। তিনি সন্ত্রাসী আমিনুল ইসলাম মুকুলের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে রাশিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রাশিদুল এলাকায় হত্যা, গুম, চাঁদাবাজি, অপহরণ ও লুণ্ঠনসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করতেন। রাশিদুলের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলাসহ একটি সাধারণ ডায়েরি রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ