Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

পঞ্চগড় সংবাদদাতা

প্রকাশিত: ১৩:২৬, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:৩৬, ২৮ ডিসেম্বর ২০২০

পঞ্চগড়ে ভোট কেন্দ্রের বাইরে উত্তেজনা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড় পৌরসভার ১৫টি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা শীত উপেক্ষা করে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিতে সকাল থেকেই ভিড় করেছেন ভোটগ্রহণ কেন্দ্রে। বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটাররাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৩ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের ৯৭টি কক্ষে ভোট প্রদান করছেন ভোটাররা। মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন। এদের মধ্যে পুরুষ ১৭ হাজার ১৫৩ এবং নারী ভোটার ১৭ হাজার ৮৫৮ জন।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের ৯৭টি কক্ষে ভোট প্রদান করছেন ভোটাররা। মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন। এদের মধ্যে পুরুষ ১৭ হাজার ১৫৩ এবং নারী ভোটার ১৭ হাজার ৮৫৮ জন।

আইনিউজ/বিএম
 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ