Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪০, ২৮ ডিসেম্বর ২০২০

রাতে বাড়ি থেকে নিয়ে গিয়ে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামে আল আমিন নয়ন (২৮) নামের যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করে এবং আলামত হিসাবে তার ব্যবহার করা একটি মোবাইল ফোন পাওয়া যায়।

নিহত নয়ন দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দরে এনজিওকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বোন লাবনী খাতুন বলেন, গভীর রাতে কিছু লোক নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে ঘরে তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। পরে দেখতে পাই বাড়ির পাশে একটি গাছের নিচে তিনি শুয়ে আছেন। কাছে যেয়ে দেখি তার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে, গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেয়া ছিল।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ধারণা করা হচ্ছে যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ