Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ২৮ ডিসেম্বর ২০২০

প্রতিদ্বন্দ্বি না থাকায় পৌর মেয়র হচ্ছেন কাজিপুরের আব্দুল হান্নান

ফাইল ছবি

ফাইল ছবি

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন সিরাজগঞ্জের কাজিপুরের মেয়রপ্রার্থী আব্দুল হান্নান তালুকদার।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। সোমবার দুপুরে স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুস সালাম ও বিএনপির প্রার্থী আল-আমিন বেলা ১২টার দিকে  নির্বাচন থেকে সরে দাঁড়ান। একমাত্র মেয়রপ্রার্থী হিসেবে আছেন আব্দুল হান্নান। এখন শুধু বিজয়ী ঘোষণার অপেক্ষায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার প্রার্থী আব্দুল হান্নান।

আজ সোমবার দুপুরে পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুস সালাম ও বিএনপি দলীয় প্রার্থী আল-আমিন বেলা ১২টায় নির্বাচন থেকে সরে দাঁড়ায়িছেন জানিয়ে লিখিত আবেদন করেন। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মেয়র পদে আ.লীগ প্রার্থীই নির্বাচিত হতে চলেছেন।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি কাজিপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ