Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ২৮ ডিসেম্বর ২০২০

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত এবং ৩ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দরিয়াকান্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এখনও নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে সিলেট থেকে একটি পাথরবাহী ট্রাক নরসিংদীর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আরেকটি সিমেন্টবাহী ট্রাক আসছিল। ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার দরিয়াকান্দা বাজারে ট্রাক দুইটি পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুইটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান, আহত হন আরও ৩ জন। পরে খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাক থেকে আহত তিনজনকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠান। নিহতের মরদেহ ভৈরব হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সকালে মহাসড়কে কুয়াশা ছিল। আর ট্রাকগুলোও বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। যার ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ট্রাক দুইটি পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ