Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৫, ২৮ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন।

আজ সোমবার (২৮ ডি‌সেম্বর) বেলা ১১টার দি‌কে ভুঞাপুর-টাঙ্গাইল সড়‌কের সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- ভুঞাপুর উপ‌জেলার কাগমারীপাড়া গ্রা‌মের ইউসু‌ফের ছে‌লে মো. র‌শিদ (১৫), একই গ্রা‌মের লাল মিয়ার ছে‌লে মুন্না (২০) ও সৌরভ (১৫)।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হো‌সেন ব‌লেন, ফ্রেশ কোম্পানির এক‌টি ট্রা‌ক ভুঞাপুর-টাঙ্গাইল সড়‌কের সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর আস‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ‌মোটরসাইকে‌লের সঙ্গে এর ধাক্কা লাগে। এতে চাপা পড়ে ঘটনাস্থ‌লেই দুইজ‌নের মৃত‌্যু হয়। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আরও একজ‌নের মৃত‌্যু হয়।

ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অফিসার ডা. রা‌জিব চৌধুরী পাল ব‌লেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় আহত অবস্থায় দুইজন‌কে হাসপাতা‌লে আনা হয়। এরম‌ধ্যে র‌শিদ না‌মের এক যুবককে হাসপাতা‌লে আনার আগেই মারা যান। অপরজন‌কে উন্নত চিকিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নোর পর তিনিও মারা যান।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ