পাবনা প্রতিনিধি
পাবনায় ভোটকেন্দ্রে নৌকার এক সমর্থকের মৃত্যু

সংগৃহীত ছবি
পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচনে ভোট দিতে এসে সুজন মাহমুদ (৩৭) নামের এক যুবক মারা গেছেন। সুজন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রের পাশে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এনায়েতুল্লাহ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে ভোট দিতে আসেন সুজন। কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যান। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজনের বুকে নৌকা মার্কার ব্যাজ লাগানো ছিল। খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান পুলিশ সদস্যরা।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান খান বলেন, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুজন মাহমুদ নামের ওই যুবক।
নৌকা সমর্থকের পরিচয় নিশ্চিত করে চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘সুজন নামের ওই যুবক আমাদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন। তিনি ভোট দিতে এসেছিলেন। হঠাৎ মাটিতে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন