Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২৮ ডিসেম্বর ২০২০

স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন, স্বামী আটক

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে (২৬) গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন তাঁর স্বামী। নির্যাতনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। নির্যাতিত স্ত্রীর স্বামী মাদকাসক্ত বলে জানা গেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক স্বামীর নাম মোকতার হোসেন (৩৭)। তিনি উপজেলার রাখালিয়াচালা এলাকার মৃত মধু মিয়ার ছেলে।

কালিয়াকৈর থানার অধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফায়েল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, পারিবারিক বিভিন্ন বিষয়ে স্ত্রী লাভলী আক্তারের সঙ্গে মাদকাসক্ত স্বামী মোক্তার মিয়ার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া হলে মোকতার মিয়া স্ত্রীকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় লাভলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মোকতার মিয়াকে আটক করা হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ