মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৩০, ২৮ ডিসেম্বর ২০২০
মানিকগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন আ. লীগের রমজান আলী

ফাইল ছবি
মানিকগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. রমজান আলী ৩১ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট শেষে কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। সন্ধ্যা ৬টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীকে মো. রমজান আলী ২৯ হাজার ২৫১ ভোট বেশি পান।
সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে রমজান আলীর শহরের বাসায় এসে জড়ো হন। এ সময় মিষ্টিমুখ করানোসহ রমজান আলীকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় হয়েছে আনন্দ মিছিলও।
এদিকে দুপুরে বিএনপি প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে ভোট কারচুপি ও পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়ার লিখিত অভিযোগ করেন। বিকেলে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পুনঃভোটের দাবি জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে গড়ে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন