Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৫, ২৮ ডিসেম্বর ২০২০

বাড়ি ফেরা হলো না মা-মেয়ের

ফাইল ছবি

ফাইল ছবি

বাড়ি ফেরা হলো না মা-মেয়ের। কেননা ফেরার আগেই বাস চাপায় প্রাণ হারালেন দুজনেই। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার পানির কল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের নাম তানিয়া (৩০) ও মালিহা (৩)। তারা উপজেলার শশীভূষন থানার চর কলমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মঙ্গল গ্রামের মো. বেলাল হোসেন মাস্টারের স্ত্রী ও কন্যা।

স্থানীয় সূত্রে পাওয়া যায়, বিকেলের দিকে চরফ্যাশন থেকে অটোবাইকে করে তানিয়া তার শিশু কন্যাকে নিয়ে চর মঙ্গল গ্রামের যাচ্ছিলেন। পানির কল এলাকায় আসলে অটোবাইকটি  উল্টে শিশু ও  মালিহা রাস্তায় পড়ে যান। শিশুর মা তাকে ওঠাতে গেলে দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলে মা মেয়ের মৃত্যু হয়। 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ