মাদারীপুর প্রতিনিধি
আপডেট: ১৩:০৮, ২৯ ডিসেম্বর ২০২০
ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

প্রতীকী চিত্র
মাদারীপুরের শিবচরে ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শিবচর পৌরসভা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মুন্সীসহ তিনজন মোটরসাইকেলে করে শিবচর থেকে পাচ্চরের দিকে যাচ্ছিলেন। পথে শিবচর পৌরসভা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে ড্রামট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে রাত ১০টার দিকে মারা যান আরিফ মুন্সী।
নিহত আরিফ মুন্সী উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের হারুন মুন্সীর ছেলে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন