Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৪, ২৯ ডিসেম্বর ২০২০

রাজশাহীতে ইভিএম ছিনতাই,মামলা ২০০ জনের নামে

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর কাটাখালী পৌরসভায় ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) রাতে ৮নং ওয়ার্ডে চর শ্যামপুর এলাকার ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে রাত ৯টার দিকে পুলিশ পাশের আজিজুলের মোড় এলাকা থেকে এ ইভিএম উদ্ধার করে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেয়ায় তাদের সঙ্গে সংঘর্ষে জড়ান হামলাকারীরা। দুই পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের ইটের আঘাতে। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় রাতেই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অভিষেক বসাক বাদি হয়ে কাটাখালি থানায় মামলা করেছেন। এতে ১৭ জন আসামির নাম উল্লেখ রয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।

এই তথ্য নিশ্চিত করে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফের সমর্থকরা হামলা করে এবং কেন্দ্রে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর ইটপাটকেল ছোড়ে।

ওসি আরও বলেন, হামলাকারীরা যাওয়ার সময় একটি ইভিএম ছিনিয়ে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে আজিজুলের মোড় এলাকার রাস্তার পাশে সেটি পাওয়া যায়। রাতেই এ নিয়ে মামলা হয়েছে, পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ