Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ২৯ ডিসেম্বর ২০২০

গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য আটক

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত চারটি মলম, নগদ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদেরকে।

র‍্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় একদল মলম ও অজ্ঞান পার্টির সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করা হয়।

আটকরা হচ্ছে- মো. সজীব হোসেন (১৯), মো. রনি হোসেন (১৯), মো. মামুন মিয়া (৪০) ও মো. নাহিম (১৮)।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ