Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ২৯ ডিসেম্বর ২০২০

দিনাজপুরে বাল্যবিবাহের দায়ে বরকে জরিমানা

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুরে বাল্যবিয়ের অনুষ্ঠান উপজেলা প্রশাসন পণ্ড করে দিয়েছে। ওই সময় মেয়ের বাবাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় এবং বরকে ১০ হাজার টাকা জরিমানা ধরে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলা ১নং মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বর একই উপজেলার শান্তিনগর এলাকার দবির উদ্দিনের ছেলে আলফাজ হোসেন মুরাদ এবং মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, স্থানীয় মল্লিক গ্রামে বাল্যবিয়ের আয়োজন হচ্ছে এমন খবরে লোক পাঠিয়ে বিয়ে বন্ধ করতে বলা হয়। কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানোর পর বিয়ে বন্ধ করে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, বাল্যবিয়ের খবরে পুলিশ নিয়ে সেখানে গিয়ে মেয়ের বিয়ের বয়সের কাগজ যাচাই করে দেখি মেয়ের বয়স কম। পরে বর ও মেয়ের বাবাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা এবং বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ