বগুড়া প্রতিনিধি
আপডেট: ২০:১২, ২৯ ডিসেম্বর ২০২০
বগুড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ছেলের কাছে এক ইউপি সদস্যের (মেম্বার) পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে । এই ঘটনায় মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) রাতে ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন বাদী হয়ে একই ইউনিয়নের সদস্য মাজেদুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কুন্দ্রগ্রাম ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এসএম বেলাল হোসেনের ছেলে ইপ্তিখার আহম্মেদ তাওহীদের কাছে ইউপি সদস্য মাজেদুল ইসলামসহ ওই এলাকার বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় সরোয়ার নামের এক ব্যক্তির মোটরসাইকেলে চেয়ারম্যানের ছেলে তাওহীদ বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করার জন্য কড়ই বাজারে যাচ্ছিলেন। লদাপাড়া মোড় নামক স্থানে পৌঁছলে আসামিরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাকে অপহরণ করা হবে বলে হত্যার হুমকি দেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং আসামিরা পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় সোমবার রাতে ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন বাদী হয়ে ইউপি সদস্য মাজেদুল ইসলাম, আফজাল, বিপ্লব ও রফিকুলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন