Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:০০, ২৯ ডিসেম্বর ২০২০

প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ, যাত্রীর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে প্রাণ বাঁচাতে ট্রলার থেকে ঝাঁপ দেয় কয়েকজন যাত্রী। নদীতে ঝাপ দিলে রাজু (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মাঝ নদীতে লঞ্চ থেকে ট্রলারে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু ভোলা জেলার লালমোহন এলাকার ফজলু মুন্সীর ছেলে।

যাত্রী শাহাদাত জানান, এ রুটে চলাচলকারী লঞ্চগুলো মুন্সিগঞ্জ লঞ্চঘাটে কখনো নোঙর করে না। সেজন্য লঞ্চগুলো ঘাটের কাছাকাছি এলে বিভিন্ন ট্রলার এসে যাত্রীদের লঞ্চঘাটে নিয়ে যায়।

ভোরে ভোলার লালমোহন থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই এমভি জাহিদ-৮ নামের লঞ্চ থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ট্রলার করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আরেকটি লঞ্চ ট্রলারের কাছাকাছি চলে আসে। তখন ট্রলারে থাকা বেশ কয়েকজন যাত্রী ভয়ে নদীতে লাফিয়ে পড়েন। তখন একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, এর আগে অবৈধভাবে যাত্রী পারাপারের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তারপরও লঞ্চ থেকে যাত্রী নামানো-ওঠানো বন্ধ হয়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, লঞ্চের সঙ্গে সংঘর্ষ হওয়ার ভয়ে ট্রলার থেকে বেশ কয়েকজন যাত্রী নদীতে লাফিয়ে পড়েন। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন। রাজু নামে এক যাত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ