Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ২৯ ডিসেম্বর ২০২০

সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস গ্রেফতার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসের বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিদ্যুতের একটি মামলায় তিন বছরের সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম গাউস ফতুল্লা থানার মাসদাইর গাবতলী এলাকার মৃত আব্দুল খায়েরের ছেলে।

গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলায় ওয়ারেন্ট থাকায় গাউসকে গ্রেফতার করা হয়েছে। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। একটিতে আদালত তাকে তিন বছরের সাজা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ