Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ২৯ ডিসেম্বর ২০২০

বেপরোয়া গতিতে প্রাণ গেল কিশোরের

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুরে মোটরসাইকেল আরোহীর বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. রুমান শেখ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় গাচতলা চাঁদপুর সেতু সংলগ্ন মেরিন একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত রুমান শেখ শহরতলির তালতলা এলাকার বাসিন্দা হাজি মো. গফুর শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মেরিন ড্রাইভ একাডেমির সামনে দ্রুতগতিতে চালিয়ে একটি গাড়ি ওভারটেক করতে যায় রুমান শেখ। এ সময় হঠাৎ বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান চলে আসে। তাৎক্ষণিক সে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পারায় একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ