বাগেরহাট প্রতিনিধি
প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু

ফাইল ছবি
বাগেরহাটের মোল্লাহাটে প্রতিপক্ষের হামলায় আহত হন এক কলেজছাত্র। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মাওয়া ফেরিঘাটে অ্যাম্বুলেন্সের মধ্যে আজিজুল ইসলাম (১৮) মারা যান।
নিহত আজিজুল ইসলাম মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামের সাখাওয়াত মুন্সির ছেলে এবং মোল্লাহাট কারিগরি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহত আজিজুলের ভাই রুবেল হোসেন বাদী হয়ে মোল্লাহাট থানায় হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের কারণে গত রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে সরসপুর গ্রামের বিরোধপূর্ণ জমির সুপারি পাড়তে যায় সাখাওয়াত মুন্সির প্রতিপক্ষ পিকিং ও এবাদাত বিশ্বাসসহ কয়েকজন। এ সময় সাখাওয়াত মুন্সি ও তার ছেলেরা পিকিংদের বাধা দিলে তারা সঙ্ঘবদ্ধ হয়ে সাখাওয়াতের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় সাখাওয়াত মুন্সি (৫৮), তার স্ত্রী রোকসানা বেগম (৫৪) এবং কলেজ পড়ুয়া ছেলে আজিজুল ইসলামকে কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাদের ভর্তি করে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে আজিজুল মারা যায়।
নিহত আজিজুলের বড় ভাই রুবেল হোসেন বলেন, ভাইকে হারালাম। বাবা-মায়ের অবস্থাও আশঙ্কাজনক। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিপক্ষের সঙ্গে যে জমি নিয়ে বিরোধ ছিল বিভিন্ন মামলা ও সালিশে আমাদের পক্ষে রায় এসেছে। তারপরও তারা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। আমার ভাইকে হত্যা করলো। আমি এই হত্যার বিচার চাই।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন