Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৯, ৩০ ডিসেম্বর ২০২০

বাগেরহাটে শিশুদের দেয়া হবে হাম-রুবেলার টিকা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটে হাম রুবেলার টিকা দেয়া হবে ৩ লাখ ৭ হাজার ৫৯০ জন শিশুকে। বাগেরহাটের ৯ উপজেলার ২২৫টি কেন্দ্রে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এই টিকা দেয়া হবে। এই কার্যক্রমে ২৭৬ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন।

গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জনের মিলনায়তনে মিসেলস রুবেল ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে হাম-রুবেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন। শিশুদের হাম-রুবেলার টিকা দেয়ার গুরুত্ব ও পদ্ধতি আলোচনা করা হয় সেখানে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে হাম-রুবেলার টিকা দানের গুরুত্ব প্রচারের আহ্বান জানান তিনি।

বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবুল বাশার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস, মুশফিকুর রহমানসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ