রাজশাহী প্রতিনিধি
হুজির আঞ্চলিক কমান্ডার ও তাঁর সহযোগী গ্রেফতার

প্রতীকী চিত্র
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশের (হুজি) আঞ্চলিক কমান্ডারসহ তার সহযোগী দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় নগরীর মতিহার থানাধীন খড়খড়ি বাজার এলাকার রাজশাহী-ঢাকা বাইপাস মহাসড়কে বিশেষ চেকপোস্টে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, হুজির আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও তার সহযোগী আবদুল আজিজ ওরফে নোমান (২৩)।
মুফতি ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আবদুল আজিজ ওরফে নোমান নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট এলাকার মোশারফ মঞ্জিলের ছেলে।
পুলিশ জানায়, মুফতি ইব্রাহিম খলিল খুলনা ও রাজশাহী অঞ্চলের হুজির আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। নোমান হুজির নব্য সদস্য ও সমন্বয়কারী। অভিযানে বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। দুপুরে তাদের রাজশাহী মহানগর পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এ সময় নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, তারা সবাই হুজির নেতা মুফতি হান্নানের অন্যমত সহযোগী। আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় তারা সংগঠন পুনর্গঠনে কাজ করছিলেন। তাদের সঙ্গে আরও চারজন ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।
গোলাম রুহুল কুদ্দুস আরও বলেন, পলাতক চারজনসহ এই দুজনের নামে নগরীর মতিহার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন