নেত্রকোনা প্রতিনিধি
শিশু বলাৎকার মামলা, মুয়াজ্জিন গ্রেফতার

প্রতীকী চিত্র
নেত্রকোনার পূর্বধলায় পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে আরিফুল ইসলাম (৩২) নামে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশু ওই বাসায় আরবি পড়তে গেলে তাকে একা পেয়ে জোরপূর্বক বলাৎকার করে আরিফুল।
বুধবার (৩০ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার আমতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতার আরিফুল উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। ঘটনার পরপরই তাকে অপসারণ করা হয়েছে।
পূর্বধলা থানা সূত্র জানিয়েছে, অভিযুক্ত মুয়াজ্জিন তার স্ত্রীকে নিয়ে উপজেলা সদরের আমতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে বেশ কয়েকজন শিশু শিক্ষার্থীকে আরবি পড়াতেন তিনি।
শিশুর পরিবার জানিয়েছে, বাড়িতে ফিরে ওই শিশু তার মাকে বিষয়টি জানায়। এরপর শিশুর বাবা বিষয়টি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবগত করেন। ইউএনও ঘটনা খতিয়ে দেখে প্রাথমিক সত্যতা পাওয়ায় পরিবারকে মামলা করার পরামর্শ দেন।
এরপর মঙ্গলবার রাতেই শিশুর মা বাদি হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্ত মুয়াজ্জিনকে গ্রেফতার করে পুলিশ।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন