Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ৩০ ডিসেম্বর ২০২০

যাত্রী বহনের নামে ডাকাতি, গ্রেফতার ৪

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহাসড়কে প্রাইভেটকারে যাত্রী বহনের নামে প্রায়ই ডাকাতি হয়ে থাকে। ডাকাতি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে পিবিআই টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন এ তথ্য জানান।

গ্রেফতার ডাকাতরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের সোহেল রানা (৩৬), ভোলার ইলিশা গ্রামের মো. মিজান (৩৩), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসাইল উত্তর পাড়া গ্রামের সাবাস (৩২) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বান্নানাল গ্রামের মো. রফিকুল ইসলাম (৩২)।

পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, গত ২২ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে মাহতাব নামে এক যুবককে প্রাইভেটকারে সিরাজগঞ্জ নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তোলেন গ্রেফতার ডাকাতরা। এলেঙ্গা পার হওয়ার পর প্রাইভেটকারটি ঢাকার দিকে ঘুরিয়ে মাহতাবের হাত-পা বেঁধে দুটি মোবাইল ফোন ও নগদ ৬৮০ টাকা কেড়ে নেন তারা। পরবর্তীতে বিকাশের মাধ্যমে আরও ২৪ হাজার টাকা নিয়ে ডাকাত দলের সদস্যরা মাহতাবকে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় নামিয়ে দিয়ে চলে যান। পরে তিনি এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ