ঝালকাঠি প্রতিনিধি
ঝুড়িতে রয়েছে খাবার, নিতে পারবেন অসহায় ও দুস্থরা

সংগৃহীত ছবি
ঝালকাঠি শহরের সাধনার মোড়ের একটি দোকানে এক ব্যতিক্রম ঝুড়ির পাওয়া গেছে। ঝুড়ির বক্সে লেখা- ‘ঝুড়ির খাবার গরীব ও দুস্থদের জন্য’। ঝুড়িতে পাউরুটি, বিস্কুট, কেক, ওয়েফার, কলা, চিপস, দুধসহ নানা খাদ্যসামগ্রী আছে। অসহায় ও ক্ষুধার্ত মানুষ এ ঝুড়ি থেকে খাবার নিতে পারেন।
আজাদ বেকারীর ব্যবস্থাপক সুমন তালুকদার জানান, অসহায় ও ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করেই এ ঝুড়ি স্থাপন করা হয়েছে। তারা এ ঝুড়ি থেকে খাবার নিতে পারবেন। যে কোন ব্যক্তি চাইলে এই দোকান থেকে খাবার কিনে ঝুড়িতে রাখতে পারেন। কারো কাছ থেকে নগদ টাকা নেয়া হয় না।
তিনি আরো বলেন, এ ঝুড়ি থেকে অসহায় ও ক্ষুধার্ত মানুষরা যেকোনো খাবার নিতে পারবেন বিনামূল্যে। প্রতিদিন অনেকেই ঝুড়িটি দেখে নিজের ইচ্ছায় খাবার কিনে দিচ্ছেন আর অসহায় মানুষ যখন দোকানে কিছু চাইতে আসছেন, তখন ঝুড়ি থেকে খাবার দিচ্ছি।
তার সঙ্গে কথা বলে আরও জানা গেল, ভিক্ষুক, রিকশাচালকসহ, ক্ষুধার্ত মানুষ প্রতিদিন খুশির ঝুড়ি থেকে খাবার নিয়ে ক্ষুধা নিবারণ করতে পারছেন।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন