Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ১ জানুয়ারি ২০২১

ইয়াবা পাচারকারীদের গুলিতে প্রাণ হারালেন ছাত্রলীগ নেতা

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও মানব পাচারকারীদের গুলিতে মোহাম্মদ উসমান সিকদার (৪০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।  উপজেলার কচুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে পাচারকারীরা।

গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় উসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন বলেন, হাসপাতালে আনার আগে উসমান শিকদার মারা যায়। তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ইয়াবা ও মানব পাচারকারী হিসেবে তালিকাভুক্ত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।  পুলিশ নিহত ছাত্রলীগ নেতার লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠােনার ব্যাবস্থা করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ