Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯, ৩ জানুয়ারি ২০২১

কুরিয়ারের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ মাহমুদ সোহেল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সোহেল উপজেলার রামখানা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শিয়ালকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

আজ রোববার (৩ জানুয়ারি) সকালে রামখানা ইউপি চেয়ারম্যান আ. আলীম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় নিহত সোহেল মোটরসাইকেলে করে রামখানা হতে তার বোনের বাড়ি নাগেশ্বরীর দিকে যাচ্ছিলেন। পথে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী কমিল (এমএ) মাদরাসার সামনে পৌঁছালে ভুরুঙ্গামারী থেকে আসা করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেলে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ