Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:০০, ৩ জানুয়ারি ২০২১

সীমান্তে উদ্ধার হলো বস্তাভর্তি ১৪০ কচ্ছপ

সংগৃহীত

সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বস্তাভর্তি ১৪০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে কচ্ছপগুলো ফেনী নদীতে অবমুক্ত করেছে। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ফেনী নদীর রামগড় এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে।

শনিবার রামগড় ব্যাটালিয়নস্থ কয়লার মুখ বিজিবি চেকপোস্টে সন্দেহ করে একটি মাহেন্দ্র তল্লাশি চালিয়ে ৩টি বস্তাভর্তি এক শ কেজি ওজনের ১৪০টি কচ্ছপ উদ্ধার করে। পরে উদ্ধার করা কচ্ছপগুলি বন্য প্রাণী সংরক্ষণ আইনে উদ্ধার করে জোন সদরে নিয়ে যায় বিজিবি।

বিজিবির নায়েক সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে শনিবার বিকেলে রামগড় বিজিবি বিশেষ ক্যাম্পসংলগ্ন ফেনী নদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। বড়-ছোট বিভিন্ন সাইজের কচ্ছপগুলো পাহাড়ের কোনো জলাশয় থেকে চট্টগ্রামের নাজিরহাট বাজারে বিক্রির জন্য নেয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ