Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ৩ জানুয়ারি ২০২১

হাসপাতালের ম্যানহোলে মিললো শিশুর মরদেহ

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে রোহান নামের তিন বছরের এক শিশুর মরদেহ সদর হাসপাতালের একটি ম্যানহোল থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে রোহান। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে নিখোঁজ হয় রোহান। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ এবং কিশোরের মাকেও আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গত বৃহস্পতিবার শিশু রোহান নিখোঁজ হলে শুক্রবার থানায় জানায় তার পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার রাত সাড়ে ৮দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের লাশকাটা ঘরের পেছনের ম্যানহোল থেকে তার মহদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৩-১৪ বছরের এক কিশোর শিশু রোহানকে হাসপাতালের বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। পরে ফুটেজের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে রোহানের মরদেহ উদ্ধার করা হয়।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ