Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ৩ জানুয়ারি ২০২১

বিশাল এক আকৃতির বোয়াল বিক্রি হলো ২৮ হাজার টাকায়

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ২৮ হাজার ৬০০ টাকায়।

রোববার (৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়ত থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাহজাহান শেখ ২১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় কিনে নেন। পরে তিনি ২২০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখার জন্য স্থানীয়রা ভিড় করেন।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট সাহজাহান শেখ জানান, পানি কমার কারণে এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ