খুলনা প্রতিনিধি
খুলনায় বাড়ল ইজিবাইকের ভাড়া

ফাইল ছবি
খুলনা মহানগর এলাকায় ইজিবাইকের ভাড়া বেড়েছে। শুক্রবার (১ জানুয়ারি) থেকে বাড়তি এ ভাড়া কার্যকর করা হয়েছে।
ভাড়া বাড়ায় যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে ইতিমধ্যে যাত্রী আর চালকের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে বিভিন্ন স্থানে।
শিববাড়ী মোড়ে বিভিন্ন ইজিবাইকে বর্ধিতভাড়ার একটি তালিকার দেখা মেলে। খুলনা ইজিবাইক শ্রমিক লীগের সভাপতি কাজী ইব্রাহীম মার্শাল এবং সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিলন স্বাক্ষরিত ওই তালিকায় নগরীর বিভিন্ন রুটের ভাড়া উল্লেখ রয়েছে।
সরেজমিনে নগরীর বিভিন্ন মোড় ঘুরে জানা যায়, গরীব নেওয়াজ ক্লিনিক থেকে শিববাড়ী পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা, সেই ভাড়া এখন হয়েছে ১০ টাকা। গল্লামারীর থেকে সোনাডাঙ্গা ভাড়া ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়া হচ্ছে। সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে খুলনা মেডিকেল এবং বয়রা বাজার পর্যন্ত নতুন ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা। এছাড়া ২০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে দৌলতপুর থেকে কোর্ট এবং জেলখানা ঘাট পর্যন্ত।
তবে ভাড়া বাড়া অযৌক্তিক বলছেন নগরবাসী। তারা বলছেন, এমন অনৈতিক দাবি তো আর মানা যায় না। অটো চালকেরা ভাড়া বাড়িয়েছে, আমাদের তো আর বেতন বাড়েনি। এতে যাত্রীদের পকেট কাটা যাচ্ছে।
কলেজ পড়ুয়া রেদওয়ান আল হাবিব জানান, ‘যারা টিউশনির টাকা দিয়ে মেসে থেকে আমার মতো নিজের খরচ চালায় তাদের জন্য ৫ টাকা বেশি ভাড়াও অনেক প্রভাব ফেলে। আশা করছি কর্তৃপক্ষ দ্রুতই এ বিষয়ে নজর দিবেন। সকল শেণীর মানুষের কথা বিবেচনায় রেখে দ্রুতই এই সমস্যার সমাধান প্রত্যাশা করছি।
নাম না প্রকাশে অনিচ্ছুক এক ইজিবাইক চালক বলেন, ‘‘ ভাই সব কিছুরই দাম বাড়ছে, আমাদেরও তো সংসার চালাইতে হয়। আগের গাড়ি ভাড়ার থেকে এখন দেড়-দুই'শ টাকা বেশী দিতে হয়। ভাড়া না বাড়ালে আমরা চলবো কিভাবে। করোনা পরিস্থিতিতে আমরা মানবেতর জীবন-যাপন করছি। এ কারণে ভাড়া বাড়ানো হয়েছে।’’
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন