Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ৩ জানুয়ারি ২০২১

বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

খুলনায় বাসচাপায় বিল্লাল হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত চালক সরাফপুর তৈয়বপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আজ রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে খুলনার সাতক্ষীরা মহাসড়কে বালিয়াখালি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাইকগাছা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাস ঢাকা মেট্রো (১১-১৮৬৬) খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া টিপনা বালিয়াখালি ব্রিজের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক বিল্লাল হোসেনকে চাপা দেয়।

খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানার সার্জেন্ট অফিসার মোশারফ হোসেনের ও ডুমুরিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তানভীর হাসানের নেতৃত্বে গুরুতর আহত অবস্হায় বিল্লালকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে থানায় আনা হয়। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খর্নিয়া হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল। বিল্লাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ