Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ৩ জানুয়ারি ২০২১

সাবেক মেয়র মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়লেন

ফাইল ছবি

ফাইল ছবি

ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচনে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মো.মাছুদ খান মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন।

আজ রোববার (৩ জানুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রির্টানিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি মেয়র পদে অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহেদ কবির খান, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ডা. এসকেন্দার আলী খান ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. শাহাজালাল।

জেলা রির্টার্নি কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি জানান, হলফনামায় উল্লেখিত মামলা সংক্রান্ত কাগজপত্র সংযুক্ত না করায় স্বতন্ত্র প্রার্থী মাছুদ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নলছিটি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মাছুদ খান বলেন, অন্যায়ভাবে মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে আপিল করবেন বলেও জানান তিনি।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ