Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ৩ জানুয়ারি ২০২১

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া রজনীগন্ধা রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. কালাম (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত কামাল বিরামপুর উপজেলার লটকুমারী প্রয়াগপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

আজ রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর জিআরপি থানার এসআই আবু সাঈদ জানান, বেলা ১১টায় কামাল মোটরসাইকেল চালিয়ে রেল লাইন অতিক্রম করার সময় লাইনের উপর মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। তখন রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ নিয়ে পার্বতীপুর রেল থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ