Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৭, ৪ জানুয়ারি ২০২১

প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে যুবক নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় রুম্মান বিশ্বাস আনিস (২২) নামে এক যুবক প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। আনিস ওই উপজেলার দপদপিয়া ইউনিয়নের ছত্তার বিশ্বাসের ছেলে।

গতকাল রোববার (৩ জানুয়ারি) রাতে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আহত আশিক জানান, স্থানীয় আইয়ুব আলী সরকারের সঙ্গে তাদের জমিজমাসহ নানা বিষয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে রোববার রাতে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্টে আইয়ুব আলীর ছেলে আল-মামুন, নাতি জিহাদসহ সহযোগীরা তাদের বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় রুম্মানসহ মুন্না, আকিব ও মাসুম আহত হন।

এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর আনিস টোলপ্লাজা যাওয়ার জন্য বাড়ির সামনের সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমন সময় প্রতিপক্ষরা মোটরসাইকেলযোগে এসে আনিসের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ