মাদারীপুর সংবাদদাতা
আট বছর পর ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি
মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রাবেয়া আক্তার রিয়াকে ধর্ষণের সময় মুখ চেপে হত্যা মামলার আট বছর পর দুই জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
আজ (সোমবার) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মত দিলরুবা সুলতানা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাহমুদুল হাসান মধু ও মিলন মোল্লা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ২০১২ সালের ২৬ নভেম্বর বিকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার শ্রীনদী এলাকার গাউস মুফতির মেয়ে কোটবাড়ি-শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার রিয়াকে (৮) হত্যা ও ধর্ষণ করা হয়। পরের দিন সকালে শ্রীনদী উত্তরকান্দি জামে মসজিদের পাশে নদীর পাড় থেকে রিয়ার লাশ উদ্ধার করা হয়।
এরপর ৩০ নভেম্বর দুপুরে তাকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে একই গ্রামের জালাল মোল্লার ছেলে মিলন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও আদালতকে দেওয়া স্বীকারোক্তিতে আসামিরা জানায়, প্রথমে রিয়াকে মুখ চেপে জঙ্গল নিয়ে যায় তারা। ধর্ষণের সময় রিয়া নিস্তেজ হয়ে পড়ে অর্থাৎ মারা যায়। এরপর মৃত রিয়াকে ধর্ষণ করে তারা। এ ঘটনায় জড়িত আসামিদের ফাঁসির দাবিতে তখন বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী।
দীর্ঘ তদন্ত শেষে আসামি মাহমুদুল হাসান মধু ও মিলন মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা।
মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং বলেন, নৃশংসভাবে শিশু রিয়া ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামির ফাঁসির আদেশ হয়েছে। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন