চুয়াডাঙ্গা প্রতিনিধি
সহকর্মীর অবসর, সুসজ্জিত গাড়িতে বিদায় জানালেন এসপি

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ইন্সপেক্টর আহাম্মদ আলীর সরকারি চাকরির নির্দিষ্ট বয়সসীমা শেষ হওয়ায় অবসরে গেলেন। তিনি সুনামের সঙ্গে পুলিশ বাহিনীতে দীর্ঘ ৩৮ বছর কাজ করেছেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম তার বিদায়বেলাকে স্মরণীয় রাখতে বিশেষ উদ্যোগ নেন।
আজ সোমবার (৪ জানুয়ারি) সহকর্মীকে সম্মানিত করতে দুপুর ১টার দিকে তাকে বিদায় সংবর্ধনা দেন সুসজ্জিত গাড়িতে করে তার নিজ বাড়ি গাইবান্ধাতে পৌঁছানোর ব্যবস্থা করেন।
শুধু তাই নয়, জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারকসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী পুলিশ পরিদর্শক আহাম্মদ আলী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘পুলিশ বাহিনীতে এটি একটি বিরল দৃষ্টান্ত। চাকরিজীবন শেষে সম্মানের সঙ্গে বিদায় নেয়া নিঃসন্দেহে সবার জন্য অত্যন্ত আনন্দের। অনেক সময় এমনও হয়েছে, ডিউটি শেষ করে ফিরে সহকর্মীকে না দেখে কোথায় গিয়েছে জানতে চাইলে পরে জানতে পেরেছি, তিনি আজ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। সেই দিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
পুলিশ পরিদর্শক আহাম্মদ আলী ১৯৬২ সালে গাইবান্ধা জেলার সদর থানার দক্ষিণ জিদারী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন।
সুদীর্ঘ চাকরিজীবনে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, কর্মদক্ষতা এবং নিজ বাহিনীর প্রতি দায়িত্ববোধের কারণে তিনি চারবার পদোন্নতিপ্রাপ্ত হন। বর্তমানে তিনি পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে চাকরিরত অবস্থায় অবসরে গেলেন।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন