Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:২৭, ৫ জানুয়ারি ২০২১

রাজধানীতে ট্রাক চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর টেকনিক্যাল এলাকায় ট্রাক চাপায় প্রাণ গেল এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম আশা (২২)। সে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইনের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ভাইয়ের মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন আশা। এ সময় শ্যামলীর দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দারুস সালাম থানার এসআই মোহাম্মদ সোহান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকের ওই চালককে ধরার চেষ্টা চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ