ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মাটির নিচ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

মাটির খুঁড়ে রাখা হয়েছিল ৩ লাখ টাকার গাঁজা
ফরিদপুরে দুই মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ।একটি অটোর গ্যারেজের ভেতর মাটির গর্ত করে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল যার মূল্য প্রায় তিন লাখ টাকা। এ সময় মাদক ব্যবসায়ী মাসুদ আহমেদ (৫৩) ও শেখ নুর মোহাম্মদকে (৩৫) আটক করা হয়।
আজ বুধবার (৬ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ফরিদপুর শহরের পশ্চিম আলিপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদের বাড়ি সংলগ্ন তার অটোর গ্যারেজ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কর্মকার বলেন, অটোর গ্যারেজে মাটির নিচে পুঁতে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় দুই প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তারা কুষ্টিয়া থেকে গাঁজা ফরিদপুরে এনে খুচরা বিক্রি করতো। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন