Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ৬ জানুয়ারি ২০২১

পটকা মাছের বিষক্রিয়ায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

পটকা মাছ

পটকা মাছ

এবার পটকা মাছের বিষক্রিয়ায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের তিন মেয়ে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামে।  

মৃতরা হলেন- সঞ্চিতা মালাকার (৪০) ও তার স্বামী লনা মালাকার (৫০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।

স্থানীয়রা জানান, পূর্ব গ্রামের লনা মালাকার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পটকা মাছ দিয়ে ভাত খায়। এর কিছুক্ষণ পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মাঝ রাতে বাড়িতেই মারা যান লনা মালাকার।

অন্যদের বুধবার (৬ জানুয়ারি) ভোরে ইটনা হাসপাতালে নেয়ার পর সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে প্রাণ হারিয়েছিল বউ ও শাশুড়ি। এই ঘটনার এক মাস পর আবারো পটকা মাছের বিষে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ