Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৫, ৭ জানুয়ারি ২০২১

৪ মাদক ব্যবসায়ী আটক ইয়াবাসহ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

গাজীপুরে র‌্যাব-১ এর সদস্যারা চার মাদক ব্যবসায়ীকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করেছে।

গতকাল বুধবার (৬ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরের গাছা থানার হাজীরপুকুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. এরশাদ মোল্লা (৩৭), মোহাম্মদ ফারুক (৩১), মো. শরিফুল ইসলাম সুমন (৪০) ও সাহিদুল ইসলাম সোহেব (৩০)।

র‍্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গাছা থানার ছয়দানা হাজীরপুকুর স্টিলটেক ইন্ডাস্ট্রিজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে থাকা চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তখন তাদের কাছ থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা চোরাইপথে অভিনব কায়দায় ইয়াবা এনে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ