যশোর প্রতিনিধি
যশোরে চা দোকানদারকে হত্যা করলো দৃর্বুত্তরা

সংগৃহীত ছবি
যশোরের মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামে জালাল বিশ্বাস (৫৫) নামে এক চা দোকানদারকে হত্যা করেছে দৃর্বুত্তরা। ভোরে তাকে হত্যার পর লাশ ধানখেতে ফেলে যায় দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত জালাল খালিয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে। খালিয়া মোড়ে তার একটি চায়ের দোকান রয়েছে তার প্রায় ২০ বছর ধরে তিনি ওই মোড়ে চা বিক্রি করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে জালাল বিশ্বাস বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। বাড়ির কাছেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে হত্যা করে। এরপর রাস্তার ধারে ধানখেতে লাশ ফেলে যায়। সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
জালাল বিশ্বাসের স্ত্রী শাহিদা বেগম বলেন, তার স্বামী প্রতিদিন ফজরের আজানের আগে দোকানে যান। আজও ফজরের আজানের আগেই দোকানের উদ্দেশে বের হন। সকালে লাশের খবর পান।তবে কারোর সঙ্গে তার শত্রুতা ছিল কি-না, তা জানিনা আমি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চা দোকানি জালাল বিশ্বাসের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন