Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ৮ জানুয়ারি ২০২১

পিকাপের ধাক্কায় নিহত ২ জনসহ, আহত ২

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা এলাকায় পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই বৃদ্ধা যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।

আজ শুক্রবার (৮ জানুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারকোলা গুচ্ছগ্রামের মৃত চাঁদুর স্ত্রী কাজলী বেগম (৬০) ও একই গ্রামের মৃত আনিছের স্ত্রী ছালেকা বেগম (৬২)।
আহতরা হলেন- একই গ্রামের মৃত আনিছের ছেলে আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুন (২৫)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, পারকোলা গুচ্ছগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোভ্যানটি। পারকোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে পিকআপ ভ্যান এসে ধাক্কা দেয়। পিকআপের ধাক্কার কারণে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পোতাজিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ