Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ৮ জানুয়ারি ২০২১

সাড়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম থেকে নওগাঁগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশী চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।

আজ শুক্রবার (৮ জানুয়ারি) সকালে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে অবস্থান নেয় দুপচাঁচিয়া থানা পুলিশ। সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম থেকে নওগাঁগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-১৭৫৬) পৌঁছালে পুলিশ তল্লাশী শুরু করে। এ সময় বাসের যাত্রী নওগাঁর রাণীনগর উপজেলার খটেশ্বর পশ্চিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদুল ইসলাম শুটকা (৩০) ও কফিল সরদারের ছেলে শহিদুল ইসলামের (২৮) দুই পায়ের নিচে রাখা কালো রংয়ের একটি ট্রাভেল ব্যাগ থেকে পলেথিনে মোড়ানো মোট সাড়ে চার কেজি গাঁজা জব্দ করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ