দিনাজপুর প্রতিনিধি
আপডেট: ১৯:৫৯, ৮ জানুয়ারি ২০২১
তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রতীকী চিত্র
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান মনির (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় ওই তরুণী থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করলে মনিরুজ্জামানকে আটক করে পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মনির উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা বাজারের তয়েজ উদ্দিনের ছেলে।
মামলার বরাত দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে ওই তরুণী (১৯) নিজ বাসায় ছোট বোন এবং নানীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতে মনিরুজ্জামান মনির তাদের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।’
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘ধর্ষণের ঘটনায় ওই তরুণী থানায় মামলা করেছে। পুলিশ মনিরুজ্জামানকে গ্রেফতার করে শুক্রবার (৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।’
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন