সাতক্ষীরা প্রতিনিধি
পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রী

সাবেক মেয়র আক্তারুল ইসলাম ও তার স্ত্রী নাসরিন সুলতানা
সাতক্ষীরার কলারোয়া আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী-স্ত্রী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন তারা।
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম ও তার স্ত্রী নাসরিন সুলতানা মনোনয়নপত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন। ইতোমধ্যে যাচাই বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা লাভ করেছে।
সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা বলেন, ‘মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে এজন্য মনোনয়ন জমা দিয়েছিলাম। তবে উভয়ের প্রার্থিতা বৈধ হয়েছে। আমার নির্বাচন করার ইচ্ছা নেই। তবুও শেষ পর্যন্ত মাঠে থাকব।’
সাবেক মেয়র আক্তারুল ইসলাম জানান, উভয়ের প্রার্থিতাই বৈধ পেয়েছে। প্রয়োজন হলে তারা উভয়ই নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এদিকে, স্বামী-স্ত্রী মেয়র পদে নির্বাচনে অংশ নেয়ায় ভোটারদের মাঝে নানা কৌতূহল দেখা দিয়েছে। ভোটারদের মধ্যে নানান গুঞ্জন জন্ম নিয়েছে।
আগামীকাল রোববার (১০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই কালই জানা যাবে, স্বামী-স্ত্রীর মধ্যে কে থাকছেন পৌরসভার মেয়র পদে নির্বাচনে আর কে প্রত্যাহার করবেন মনোনয়ন।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন