Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ১০ জানুয়ারি ২০২১

অবৈধ সম্পদ অর্জন: ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, জামিন আবেদনের শুনানিতে আমরা এর বিরোধিতা করি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। পাশাপাশি তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন।

এই মামলায় দ্বিতীয়বারের মত প্রদীপ কুমার দাশের পক্ষে জামিন আবেদন নামঞ্জুর হল। এর আগে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর প্রথম দফায় জামিনের আবেদন খারিজ করেন আদালত। 

টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। এর মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ওসি প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে অভিযোগ এনেছে দুদক। এ ছাড়া ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা সম্পদের তথ্য বিবরণীতে গোপন করার অভিযোগ আনা হয়েছে চুমকির বিরুদ্ধে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ