Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১০ জানুয়ারি ২০২১

মোটরসাইকেল-টেম্পুর সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

ভোলায় মোটরসাইকেল ও টেম্পুর মুখোমুখি সংর্ঘষে স্বেচ্ছাসেবক লীগের এক আহ্বায়ক মো. আশরাফুল আলম টুলু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে আরো একজন আহত হয়েছেন।

আজ রোববার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম টুলু ভোলার লালমোহনের পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের পশ্চিম চর উম্মেদ গ্রামের মাহে আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার আশরাফুল আলম টুলু সাড়ে ১২টার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেল করে মনির হোসেনকে নিয়ে চরফ্যাশনের শরীফ পাড়া পৌঁছালে টেম্পুর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশরাফুল আলম টুলুর মৃত্যু হয়। আহত মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক টেম্পুটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ