Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৪, ১১ জানুয়ারি ২০২১

নরসিংদীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে কৃষি বিপণন কোম্পানির বিক্রয় কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার (১১ জানুয়ারি) সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত নাইমুর রহমান নাটোর জেলার বড়াই গ্রামের শফিকুল ইসরামের ছেলে। নাইমুর সেঞ্চুরী এগ্রো লি. এর বিক্রয় কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সোমবার সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় যুবককে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ, ওসি (তদন্ত) ও সিআইডিসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় এক ব্যক্তি জানান, পৌর সভার সড়ক উন্নয়নের কাজ শেষে ভোর ৫টা ১০ মিনিটে আমি বাড়ি আসছিলাম। তখন তিন যুবক আমার গতিরোধ করে। ওই সময় আমার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিতে চাইলে তারা আমাকে ছুরিকাঘাত করার ভয় দেখায়। পরে আমি সব দিয়ে দেই।

নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ