রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে তিনজনের মৃত্যু

সংগৃহীত
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় পণ্য বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।
ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে ট্রাকচালক মো. আরাফাতের নাম জানা গেলেও অন্য দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কুতুকছড়ি এলাকায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ট্রাক চালক আরাফাতের নাম জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার কুতুকছড়ি বাজারে রেখেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে।
কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুল চৌধুরী জানান, ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বেইলি সেতুতে চট্টগ্রাম থেকে নানিয়ারচর কিংবা মহালছড়িগামী পাথর বোঝাই ট্রাকটি বেইলি সেতু ধসে পানিতে পড়ে যায়।
এ ঘটনায় চালক-হেলপার ও এক অজ্ঞাত ব্যক্তিসহ তিন জনের মৃত্যু হয়। বর্তমানে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন