Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০১, ১২ জানুয়ারি ২০২১

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে তিনজনের মৃত্যু

সংগৃহীত

সংগৃহীত

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় পণ্য বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।

ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে ট্রাকচালক মো. আরাফাতের নাম জানা গেলেও অন্য দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কুতুকছড়ি এলাকায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ট্রাক চালক আরাফাতের নাম জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার কুতুকছড়ি বাজারে রেখেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে।

কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুল চৌধুরী জানান, ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বেইলি সেতুতে চট্টগ্রাম থেকে নানিয়ারচর কিংবা মহালছড়িগামী পাথর বোঝাই ট্রাকটি বেইলি সেতু ধসে পানিতে পড়ে যায়।

এ ঘটনায় চালক-হেলপার ও এক অজ্ঞাত ব্যক্তিসহ তিন জনের মৃত্যু হয়। বর্তমানে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ